স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ( ২০২৩) সদর উপজেলা পর্যায়ে সেমিফাইনালে উঠেছে মিরকাদিম পৌরসভা। সোমবার বিকাল ৪ টায় মিরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আধারা ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে মিরকাদিম পৌরসভা। সেমিফাইনালে মিরকাদিম পৌরসভা মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের বিপক্ষে মাঠে নামবেন।এছাড়াও সেমিফাইনালে রামপাল ইউনিয়ন পরিষদ বাজার ইউনায়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবলে মিরকাদিম পৌরসভা টিম সেমিফাইনালে উঠেছে। টুর্নামেন্টটি খুব চমৎকার ভাবে অনুষ্ঠিত হচ্ছে। টিমের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানাই।আমরা আশাবাদী সেমিফাইনালে তারা আরও ভালো করবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবলে সেমি ফাইনালে মিরকাদিম"