শিরোনাম

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবলে সেমি ফাইনালে রামপাল

স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবল     টুর্নামেন্টে ( ২০২৩) সদর উপজেলা পর্যায়ে সেমিফাইনালে উঠেছে রামপাল ইউনিয়ন পরিষদ। রবিবার বিকাল ৩ টায় মিরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মহাকালি  ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে রামপাল। কাল মঙ্গলবার রামপাল ইউনিয়ন পরিষদ এ টুর্নামেন্টে বাংলা বাজার ইউনায়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে মিরকাদিম পৌরসভা বজ্রযোগীনী ইউনিয়নকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।  সোমবার বিকালে সেমিফাইনালে অংশ গ্রহণের জন্য আধারা ইউনিয়ন পরিষদের সাথে খেলায় অংশ নিবেন।

 

রবিবার বিকালে এতে উপস্থিত ছিলেন বজ্রযোগীনী ইউপি সচিব মো: তুহিন, .রামপাল ইউপি সচিব মো. কবির হোসেন,মহাকালি ইউপি সচিব তানিয়া তামান্না, রামপাল প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আজগর বেপারী, মীরকাদিম পৌরসভার কাউন্সিলর দ্বীন ইসলাম, পৌরসভার প্রধান সহকারি মো: আব্দুর রব, রামপালের ইউপি সদস্য মো. সাইদ হাসান সানি, ইউপি সদস্য মো. আব্দুর রউফ,  ইউপি সদস্য মো. লিটন মিয়া, ইউপি সদস্য মো. মহিউদ্দিন,বজ্রযোগীনী ইউপি সদস্য জুয়েল সরকার, ইউপি সদস্য মো. আলম, রেফারি মো. আওলাদ,মো. সাবু কালাম, মো. শাহীন, সংগঠক মাহবুব আলম জয় ও ক্রিকেটার  রনি খান প্রমুখ।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট সেমিফাইনাল নিশ্চিতের পরে  রামপাল।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ ফুটবলে সেমি ফাইনালে রামপাল"

Leave a comment

Your email address will not be published.


*