শিরোনাম

সাংবাদিক লিটন মাহমুদের চাচা মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি: মিরকাদিমের নগর কসবার বাসিন্দা মো.  জাহাঙ্গীর হোসেন (৬৫)  ইন্ত‌েকাল ক‌রে‌ছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)

তিনি  নগরকসবা  জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। জাহাঙ্গীর হোসেন।চ্যানেল আইয়ের চিফ অ্যাকাউন্ট অফিসার  হাজী ওয়ালী মোহাম্মদের ছোট ভাই ও দৈ‌নিক নাগর‌িক সময়‌ের  রি‌পোর্টার ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ লিটন মাহমুদ এর ছোট চাচা ।

শনিবার ভোর ৫ টায় নিজ বাসায় দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ । মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও  দুই মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বেলা ১১ ঘটিকায় মরহুমের নামাজের জানাজা শেষে  নগর কসবা জামে মস‌জিদ  কবরস্থানে তার দাফন সম্পন্ন  হয়।

 

Be the first to comment on "সাংবাদিক লিটন মাহমুদের চাচা মারা গেছেন"

Leave a comment

Your email address will not be published.


*