মাহবুব আলম জয়: কাল অনু্ষ্ঠিত হতে যাচ্ছে আর্টিসান টিভিসএস-টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা। মুন্সীগঞ্জে ক্রিকেটের অন্যতম এ আসরে বৃহস্পতিবার (২৫শে মে ২০২৩ ) বিকাল ৩ টায় রামপাল হাই স্কুল মাঠে খেলায় অতিথি হিসেবে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করবেন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার । এ খেলায় শাহজাহান স্পোর্টিং ক্লাব ও বন্দর স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এতে আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন মুন্সীগঞ্জের এসপি মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম. পিপিএম, রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী নিট কনসার্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।
টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক মেহরাব জসি, শেখ ফরিদ, সালাউদ্দিন শাকিল, নিঝু আহমেদ,মো. আল আমিন ঢালী ও শিপু হাওলাদার সকলকে খেলায় আমন্ত্রণ জানিয়েছেন।

ক্রিকেটার সৌম্য সরকার ও মোহাম্মদ সালাউদ্দিন
Be the first to comment on "মুন্সীগঞ্জের রামপালে কাল আসছেন ক্রিকেটার সৌম্য সরকার ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন"