স্টাফ রিপোর্টার: মিরকাদিম পৌরসভার কাতলাপাড়া গ্রামের সন্তান।শান্ত মেমোরিয়াল টিচিং হোমের স্বত্ত্বাধিকারী ।ওয়ালিদ হাসান শান্তর দ্বিতীয় মৃত্যু্বার্ষিকী আজ। সে । ২০২১ সালের ২০ মে মাত্র ১৭ বছর বয়সে কুয়েতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। ভাগ্য পরিবর্তনে ২০১৮ সালে প্রবাসে যাওয়ার ৩ বছরের মাথায় না ফেরার দেশে পাড়ি জমান শান্ত। শান্তর পরিবার জানায়, তার স্বপ্ন ছিল আইটি শিল্পের বিকাশে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করা এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। কিন্ত সে স্বপ্ন আর বাস্তবে পূর্ণ হলো না। ওয়ালিদ হাসান শান্তর চাচা মো. আবু সাইদ বলেন, শান্তর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরকাদিমে শান্ত মেমোরিয়াল টিচিং হোমের উদ্যোগে আজ শনিবার বিকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
Be the first to comment on "মিরকাদিমে শান্তর দ্বিতীয় মৃত্যু্বার্ষিকী আজ"