স্টাফ রিপোর্টার,(আলোকিত মুন্সীগঞ্জ) : শ্রীনগরে বালাশুর বাগানবাড়ি ঐক্য সংগঠন আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে বালাশুর ভাই ব্রাদার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভাগ্যকুল মান্দ্রা দিগন্ত দিশারী সংসদ ।
শুক্রবার বিকালে এ ফাইনাল খেলায় আগে ব্যাট করতে নেমে বালাশুর ভাই ব্রাদার্স একাদশ নির্ধারিত ১২ ওভারে ১৩৮ রান করে জবাবে ভাগ্যকুল মান্দ্রা দিগন্ত দিশারি সংসদ ১১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে। এতে ম্যান অফ দ্যা ম্যাচ পান সোহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাড়িখাল ইউপি চেয়ারম্যান হাজী আ: বারেক খান বারী। এতে সমাজসেবক আক্কাস মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন রাড়িখাল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য রফিক মোল্লা সহহ অন্যান্যরা। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় ব্যাপক দর্শক সমাগম ঘটে।
Be the first to comment on "শ্রীনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইল খেলা অনু্ষ্ঠিত"