শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

আলোকিত মুন্সীগঞ্জ   ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) জোহানসবার্গে জু-লেক পার্কে বেলা ১১টায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে এসব অনুষ্ঠান।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি  সায়েম রহমান। এসময় মামুন হাসানের উপস্থাপনায়  প্রবাসীদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ. জে. মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ডা. নাইমুল হক সরকার, আব্দুল আউয়াল তানসেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ড. জাকির হোসেন ও কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া।

এসময় বক্তারা দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সফলতার কথা উল্লেখ করে দেশের সুনাম বজায় রাখতে সামনের দিনগুলোতে সতর্ক থাকার আহ্বান জানান।

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের বয়েসভিত্তিক দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, কিশোর ও যুবকদের হাড়ি ভাঙা, দৌড় প্রতিযোগিতা এবং একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।

Be the first to comment on "দক্ষিণ আফ্রিকায় ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা"

Leave a comment

Your email address will not be published.


*