মাহবুব আলম জয়,(আলোকিত মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জে আর্টিসান টিভিএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আসরের উদ্বোধন হয়েছে। রামপাল হাইস্কুল মাঠে শুক্রবার সকাল ১০ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের এসপি মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম. পিপিএম।
এসময় আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল,ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় পারভেজ রসূল, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম,সদর থানার ওসি তারিকুজ্জামান, রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসান, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস, প্রধান শিক্ষক সমীর কুমার বসু, প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী, সমাজ সেবক মোঃ রশিদ ঢালী, পূর্ব দেওসার পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ ফারুক ঢালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রহমত উল্লাহ দেওয়ান,ইউপি সদস্য সাঈদ হাসান সানি, ইউপি সদস্য মো. আক্তার হোসেন ও সমাজ সেবক জামান মোঃ জামান হাওলাদার প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে আইনতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে হাজী শাজাহান স্পোর্টিং ক্লাব, মায়ের দোয়া স্পোর্টি ক্লাবকে হারিয়ে যায় বন্দর স্পোটিং ক্লাব, কনক স্মৃতি সংসদকে হারিয়ে ধলাগাঁও ক্রিকেট ক্লাব জয়ী হয়।
টুর্নামেন্ট পরিচালনায় করেন মেহেরাব জসি, মো. শেখ ফরিদ, আল-আমিন ঢালী, তুষার হাওলাদার, ফারুক বেপারী, নিঝু আহম্মেদ, সালাউদ্দিন শাকিল, শিপু হাওলাদার, শোভর রহমান ও শিপন ঢালী প্রমুখ। এ টুর্নামেন্টে মোট ১৬ টিম অংশ গ্রহণ করছে।
Be the first to comment on "রামপালে আর্টিসান টিভিএস টি-১০ টুর্নামেন্ট শুরু"