স্টাফ রিপোর্টার: কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহে সঙ্কটকালীন সময়ে অপরিহার্য সহযোগীতার জন্য মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী সহ সকল প্রকৌশলী ও কারিগরি টিমের সদস্যদেরকে পিজিসিবি জিএমডি ঢাকা দক্ষিণ দপ্তরের পক্ষ হতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ পত্র দেয়া হয়েছে। সোমবার এ ধন্যবাদ পত্র দেয়া হয়।পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পক্ষে নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জানা যায়, মুন্সীগঞ্জে গত ২১ এপ্রিল (২০২৩) শুক্রবার বিকাল ৫ টা ৫৩ মিনিটে প্রচণ্ড কাল-বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সময় মুন্সীগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সুইচ ইয়ার্ড ও ইকুইপমেন্ট স্ট্রাকচার সমুহে বিভিন্ন উড়ন্ত বস্তু টিনের চালা, গাছের ডাল, বৈদ্যুতিক পাখা, পলিথিন, কাপড় আঘাত করে এবং আটকে যায়। ঝড়ের প্রচন্ডতায় মুন্সীগঞ্জ গ্রিড উপকেন্দ্রের দুটি ১৩২ কেভি সোর্স লাইন এর ক্যাম্প ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মুন্সীগঞ্জ বাসী ।
এসময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একাধিক রক্ষণাবেক্ষণ টিম নিরাপত্তা বজায় রেখে দক্ষতা ও দ্রুততার সাথে মুন্সীগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ঝড় পরবর্তী যাবতীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে দ্রুত শেষ করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী। যার ফলে ওইদিন গ্রিড উপকেন্দ্র হতে রাত ১২ টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবারাহ স্বাভাবিক করা সম্ভব হয়।
Be the first to comment on "সঙ্কটকালীন সময়ে অপরিহার্য সহযোগীতার জন্য মুন্সীগঞ্জ পবিসকে ধন্যবাদপত্র"