স্টাফ রিপোর্টার: সংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে উঠা সাব্বির হোসাইন জাকির ১৯ শে এপিল শহরের দক্ষিণ কোটগাঁও বিখ্যাত (জমিদার খান বাহাদুর) মিয়াজী পরিবারে জন্ম গ্রহন করেন।বাবা মৃত. আলহাজ্ব মো: শাহজাহান মিয়াজী, মাতা মোসাম্মৎ মমতাজ বেগম। ভাই জাহাঙ্গীর আলম, এড: আলমগীর কবীর ও একমাত্র বোন ফ্রান্স প্রবাসি ফরিদা ইয়াসমিন পুস্প ।
৩ ভাই ১বোন এর মধ্যে সাব্বির হোসাইন জাাকির সবার ছোট। সে খালেদা খানম এবং এম এ আউয়াল এর হাত ধরে সৃজনী কচি কাচার মেলায় শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেন । বড ভাই এড: আলমগীর কবীর নিয়োমিত বই পড়তেন এবং সৃজনশীল সামাজিক সংগঠন গুলোর সাথে কাজ করতেন। বাসায় বিভিন্ন লেখকের বই নিয়ে আসতেন সেই সুবাদে নিয়োমিত বড় আপু গল্পের বই পড়তেন সেই থেকেই বই এর প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করতো এবং পড়ার প্রতি আকর্ষন ছিলো ।
মুন্সীগঞ্জ সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় সৃজনশীল মানুষ কাজী হাসান ভাই হুমায়ুন আহমেদ পাঠক সংসদ প্রতিষ্ঠা করেন সেই সংসদের সাথে বড় ভাই জড়িত ছিলো ।সেই কারনে বিভিন্ন বই এর সাথে পরিচয় এবং নিয়োমিত পাঠক ছিলেন সাব্বির হোসাইন জাকির ।পরর্বতীতে বিখ্যাত নাট্যকার,নির্দেশক, অভিনেতা শিশির রহমানের আহবানে থিয়েটার সার্কেলের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কাজ করা এবং আজ বধি প্রানের এই সংগঠনের সাথে মিশে আছেন ।নাটক,আবৃত্তি,মুকাভিনয়, সহ সাংগঠনিক কাজ নিয়মিত ভাবে রপ্ত করার পরে নাটকের রচনা ও নির্দেশনার কাজটি রপ্ত করা এবং বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিয়ে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন। এছাড়া ৬০টির ও বেশী পথ ও মঞ্চ নাটকে অভিনয়,করেন ।মেকাপ ও লাইট ও সেট ডিজাইন এর উপর নিয়মিত কর্শালা করেছেন।বাংলাদেশের বিভিন্ন জেলায় জাতীয়,ও আন্তজার্তিক নাট্য উৎসবে ,দেশের বাহিরে একাধিক বার নিজ দল থিয়েটার সার্কেল সহ নিজে অংশ গ্রহণ করেন।
সাব্বির হোসাইন জাকির থিয়েটার সার্কেল এর শিশু বিষয়ক সম্পাদক থেকে শুরু করে একাধিক বার সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বর্তমানে মুন্সীগঞ্জ জেলার সর্বাচ্চ সাংস্কৃতিক ফোরাম “সম্মিলিত সাংস্কৃতিক জোট এর ৫ম বারের মত নির্বাচিত সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করছেন ।
এছাড়া জেলা নাগরিক সমন্বয় পরিষদ ,মানবাধিকার,মাদক নির্মূল আন্দোলন ,নদী বাঁচাও অন্দোলন ,জেলা নাট্য ঐক্য মঞ্চসহ অন্যন্যা সামাজিক সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন ।তিনি সাংস্কৃতিক ও সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ শিশু সংগঠক সহ আগ্রগামী সম্মাননা,আলোর প্রতিভা সম্মাননা, নৃত্য সারথী সম্মাননা,পল্লীমা নাট্য নাট্য সংসদ সম্মাননা,সৃজন থিয়েটার সম্মাননা,হিরন কিরন সম্মাননা ,নৃত্য শিল্পী পরিষদ সম্মাননা ,মেয়র মুন্সীগঞ্জ সম্মাননা ,মুন্সীগঞ্জ সাহিত্য সংস্কৃতিক গোষ্ঠি সম্মাননা ,মাক্স ওয়েল ফেয়ার সম্মাননা ,তরুন সংঘ সম্মাননা ,এডুএ্যাইড আনন্দ নজরুল সম্মাননা ,আমার বিক্ররপুর গুনীজন সম্মাননা ,আলোকিত সাংস্কৃতিক পরিষদ সম্মাননা ,মানব সেবা রক্ত দান মানবিক সম্মাননা , কালের ছবি সম্মাননা ,মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ গুনীজন সম্মাননা,দ্যা ম্যাকস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সম্মাননা,মানুষ ও পথিক ব্যান্ড সম্মাননা,কলকাতা অন্যদিন পত্রিকা গুনীজন সম্মাননা সহ অন্যান্য সামাজিক সংগঠন গুলো বিভিন্ন ম্মারক প্রদান করে ।সাব্বির হোসাইন জাকির মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আগামী প্রজন্মকে সুস্থ্য সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন । তিনি বিশ্বাস করেন সুস্থ সাংস্কৃতি জীবন ধারায় মানুষকে পরিবর্তন করে মানুষের চেতনা ,আচার ,আচরন, মূল্যবোধ,রীতিনীতি,রুচি উপাদান সূমহ।
Be the first to comment on "সংগঠক সাব্বির হোসাইন জাকিরের জন্মদিন আজ"