স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী ওয়াহিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।বুধবার সকাল ১০ টায় ঢাকায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষ শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক খান, উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুমন খান প্রমুখ।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেনন ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ।
Be the first to comment on "টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদের শপথ গ্রহণ"