স্টাফ রিপোর্টার,আলোকিত মুুুুন্সীগঞ্জ:মিরকাদিমে যুব ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মিরকাদিমের উত্তর রামগোপালপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে মিরকাদিম যুব ক্লাবের সভাপতি মো: আবদুল্লাহ সোহেলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মো. মহসীন মাখন, মো. মিঠু ঢালী,মো. নয়ন ঢালী, মো. মিন্টু শেখ, মাহবুব আলম জয়,আবু সাইদ সৌরভ, আমেনা আক্তার, মিরা পারভীন,রেজা, রনি, অনিক,লিটন,বাবলু, রিমন, মো. সোহেল,মো. রাব্বি সহ অন্যরা। এতে দোয়া পরিচালনা করেন মিরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসাদল্লাহ।
প্রতিষ্ঠানটির সভাপতি আব্দদুল্লাহ সোহেল বলেন, ২০২০ সালে মানবতার সেবায় মিরকাদিম যুব ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে। এই অঞ্চলে আর্তমানবতার লক্ষ্যে সামাজিক কর্মসূচি করে যাচ্ছি।
Be the first to comment on "মিরকাদিমে ইফতার ও দোয়া মাহফিল"