স্টাফ রিপোর্টার: প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠান ভান্ডারী সুইটমিটের নতুন কারখানা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রামপালের কোদালধোয়া এলাকায় এই কারখানাটি উদ্বোধন করা হয়। এতে ভান্ডারী সুইটমিটের পরিচালক মো. সিদ্দিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমেদ বিটু,মো: ইদ্রিস, মো: আব্বাস, মো: আসলাম ও মো. আল আমিন ও সিজান সহ অন্যরা। এসময় দোয়া পরিচালনা করে মুফতি শফিকুল ইসলাম। এখানে বগুড়ার প্রসিদ্ধ দই উৎপাদন করা হবে।
Be the first to comment on "ভান্ডারী সুইটমিটের নতুন কারখানা উদ্বোধন"