শিরোনাম

মুন্সীগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ হয়েছে। বুধবার সদর উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ  সদর এর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ – ২০২৩ অর্থবছরে খরিপ – ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৩ – ২৪ এর আওতায়  কৃষকদের মাঝে উফশী আউশ ও তোষা পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মো. আল জুনায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিছ। উপজেলার ৯টি (নয়) ইউনিয়ন ও মুন্সীগঞ্জ পৌরসভার ৬০০ জন কৃষকের মাঝে  উফশী ধান বীজ ও সার এবং ৩০০ জন কৃষকের মাঝে তোষা পাট বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্যে বলেন কৃষকগণ আমাদের খাদ্য উৎপাদন সম্মুখ সারির যোদ্ধা,বর্তমান কৃষিবান্ধব সরকার মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলে প্রনোদণার মাধ্যমে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছে তারই ধারাবাহিকতায় আমরা উফশী আউশ ধানের বীজ ও সার এবং তোষা পাটের বীজ বিতরণ করছি।

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*