শিরোনাম

টঙ্গীবাড়িতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, দিনভর আলোচনায় হামজাদ

 

স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়িতে  ১৫ বছর পর  শনিবার  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনু্ষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। দীর্ঘ সময় পরে এ সম্মেলনকে ঘিরে  তররুণ প্রার্থীদের প্রচারণায় চাঙ্গা হয়ে উঠে স্বেচ্ছাসেবক লীগের কর্মিরা।

এতে দিনভর নানান আলোচনায় ছিল সভাপতি পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হামজাদ ঢালী।

কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুনে বেতকা,আব্দুল্লাহপুর সোনারং ও আউটশাহীর  বিভিন্ন এলাকা ছেয়ে যায়। এছাড়াও হামজাদ ঢালী  শোডাউন সহ নানান কর্মসূচি নিয়ে আলোচনা শোনা যায়। সভাপতি পদে চারজন প্রার্থী হলেও দুজন ছিলেন আলোচনার মূল কেন্দ্র বিন্দুতে।

মোঃ হামজাদ ঢালী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ছাত্র জীবন থেকে সম্মুখ সারিতে থেকে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমাকে সভাপতি নির্বাচিত করা হলে আমি সততার সাথে শৃঙ্খল গণতান্ত্রিক সেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ টঙ্গীবাড়ি শাখাকে গতিশীল করে তুলবো। সকলকে নিয়ে একযোগে কাজ করে যাবো।

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, দিনভর আলোচনায় হামজাদ"

Leave a comment

Your email address will not be published.


*