শিরোনাম

মুন্সীগঞ্জে ফসলের নমুনা শস্য কর্তন

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার তিলার্দিচরে প্রান্তিক কৃষক মোঃ শাহাদাত হোসেনের আলুর জমিতে বুধবার  বেলা ১০ টায় আলু ফসলের নমুনা শস্য কর্তন হয়েছে।

সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম রুমনের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জে রবি মৌসুমের প্রধান ফসল আলুর ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ফয়জুর রহমান প্রধান পারভেজ,  প্রগতিশীল কৃষক মোঃ শাহাদাত হোসেন, মোঃ আবু তাহের, তাজুল ইসলাম, জজ মিয়া এবং জাকির হোসেন প্রমুখ।

 

 

উপসহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম রুমন জানান, কৃষির সমৃদ্ধিতে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন,দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই কৃষি ও কৃষকের পাশে থাকবেন এটাই প্রত্যাশা।

 

 

 

উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান বর্তমান সময়ে আলু উত্তোলনের ২০ থেকে ২৫ দিন পূর্বে যদি হালকা বৃষ্টি হতো অথবা কৃষক সেচ দিতে পারতো তাহলে কৃষক আলুর ভালো ফলন পেতো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়মানুসারে আলুর নমুনা শস্য কর্তন করেছি। ৫ মিটার × ৪ মিটার মোট  ২০ বর্গমিটারে ডায়ামন্ড জাতে হেক্টরপ্রতি ফলন পেয়েছি ৩১.৫ মেট্রিক টন। যে সকল জমিতে কৃষক ভাইয়েরা একটু আগেভাগেই আলু লাগিয়েছিলেন এবং সম্পূর্ণ পরিপক্ক হয়েছে সে জমিতে আলুর ফলন হেক্টরপ্রতি আরো বেশি হবে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ফসলের নমুনা শস্য কর্তন"

Leave a comment

Your email address will not be published.


*