শিরোনাম

মনির আহমেদ শাকিল- বাংলাদেশী কন্টেন্ট ইন্ডাস্ট্রির এক আন্ডাররেটেড জেম!

মো: অনিক শেখ:  মাটির প্রজার দেশে, উধাও থেকে শুরু করে হালের ফ্রাইডেতেও একজন অভিনেতার কাজ চোখে লেগে থাকার কথা সবার। তিনি হচ্ছেন মনির আহমেদ শাকিল। হয়তো তাকে ফেসবুকের ভাইরাল ভিডিওতেও দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওনার বোন শেখ রেহানার সামনে জাতির জনক বঙ্গবন্ধু ভূমিকায় একটি স্টেজ পারফর্মেন্সে অভিনয় করতে। এখনো ঐ ভিডিওর কমেন্ট সেকশনে গেলে দেখা যায় সাধারণ মানুষের আকুতি- আহারে। এই অভিনেতাকে নিয়েই যদি বঙ্গবন্ধুর সিনেমা হতো!

 

শাকিল সিনেগল্পের সাথে কথোপকথনে বললেন ফ্রাইডের কথা, নিজের অভিনয় জীবনের কথা, সাথে কিছু আক্ষেপ ও আশার কথা।

……………

 

” আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, নব্বই সাল থেকে থিয়েটার করছি। ফ্রাইডেতে আমার চরিত্র ছিল একজন বৃদ্ধ বাড়িওয়ালার। গল্পটা যেহেতু একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত তাই এর অভিজ্ঞতাকে আমি আলাদাই বলবো। এটা আমার রায়হান রাফীর সঙ্গে প্রথম কাজ। এই ছবিতে আমার চরিত্র তিনটা বয়সে বিলং করে। তিনটা চরিত্র নিজের মাঝে ধারণ করা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। একজন প্রফেশনাল অ্যাক্টর হিসেবে রায়হান রাফীর সাথে কাজ করাটা খুব সহজ হয়েছিল আমার জন্য। কারণ, ও বোঝাতে পারে যে ও ডিরেক্টর হিসেবে আমার কাছে কী চাচ্ছে এবং আমাকে কী দিতে হবে! আর আমাদের কো-আর্টিস্টদের মধ্যে কাজটা করার সময় অদ্ভুত একটা রসায়ন তৈরি হয়েছিল। যে কারণে আমরা সুন্দর একটা আউটপুট পেয়েছি ফ্রাইডেতে।

 

………

 

‘বঙ্গবন্ধু’ চরিত্রে কাজ করতে আমি আগে থেকেই আগ্রহী ছিলাম। যখন তার বায়োপিকের ঘোষণা এলো, আমি কাজটা করতে চেয়েছিলাম। কিন্তু যেকোনো কারণেই হোক আমি সুযোগটা পাই নি। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা সুযোগ আমার কাছে আসে, যখন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের ১০ মিনিটের নাটিকাতে ‘বঙ্গবন্ধু’ চরিত্রে আমাকে কাস্ট করে। সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওনার বোন শেখ রেহানার সামনে ওনাদের বাবার চরিত্রে অভিনয় করি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর্টিস্ট হিসেবে।

 

……

আক্ষেপের কথা বলাটা কঠিন। একটা আক্ষেপের বিষয় হল- এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক অসাধারণ অভিনেতা আছেন, যারা সঠিক সুযোগের অভাবে প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না। কিন্তু আমি খুব আশাবাদী লোক, আমি আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এর পরিবর্তন আসবে। এবং এটা এরই মাঝে শুরু হয়ে গেছে। আমাদের সিনেমা, ওটিটি  প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো কাজ আসছে এবং অনেক ভালো ভালো অভিনেতারা আসছেন। এটাই আমাকে আশাবাদী করে তোলে। এভাবেই হয়তো তারা তাদের প্রাপ্য সম্মানটা ফিরে পাবেন।”

 

 

Be the first to comment on "মনির আহমেদ শাকিল- বাংলাদেশী কন্টেন্ট ইন্ডাস্ট্রির এক আন্ডাররেটেড জেম!"

Leave a comment

Your email address will not be published.


*