স্টাফ রিপোর্টার: সপ্তম বারের মত রক্তদান করেছেন স্বেচ্ছাসেবি শিহাব হোসাইন। শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর হাসসপাতালে থ্যালাসেমিয়া রোগী ছোট একটি বাচ্চাকে ৭ম বারের মত নিজের ‘বি’ পজিটিভ রক্ত ডোনেট করেন শিহাব। সে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের নাটোর জেলা শাখার সভাপতি হিসেবে কাজ করছেন।
Be the first to comment on "সপ্তম বারের মত রক্তদান করলেন স্বেচ্ছাসেবি শিহাব"