শিরোনাম

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৫৫ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি : ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া মুন্সীগঞ্জে ৫৫ জন নিয়োগ প্রত্যাশী চাকরি পেয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ লাইন কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন কনস্টেবল পদে নিয়োগ ফলাফল ঘোষণা করেন।  এতে ৪৭ জন ছেলে ও ৮ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিতদের নাম ঘোষণার সময় পুলিশ লাইন কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাদের সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

এবারের ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মুন্সীগঞ্জের ৫৫টি পদের বিপরীতে ১১০৪ জন অধিক তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেছিল।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম অন্যরা উপস্থিত ছিলেন ।

 

Be the first to comment on "১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৫৫ প্রার্থী"

Leave a comment

Your email address will not be published.


*