স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ইমামচরে কৃষক গিয়াস উদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রুমনের পরামর্শে বিষমুক্ত নিরাপদ সবজি বাগান গড়ে তুলেছেন। কৃষক গিয়াসউদ্দিন জানান, সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে সম্পূর্ণ বিষমুক্ত পদ্ধতিতে ৪ বিঘা জমিতে টমেটো, ২ বিঘা জমিতে লাউ, ২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ২ বিঘা জমিতে শসা এবং ৫ বিঘা জমিতে আলু আবাদ করেছি। রিকাবী বাজার, হাতিমারা ও ধলাগাঁও বাজারের আড়তদাররা আমার জমি থেকে উৎপাদিত টমেটো, লাউ, মিষ্টি কুমড়া ও শসা পাইকারি মূল্যে কিনে নিয়ে যায়। মাঝেমধ্যে ঢাকার শ্যামবাজার ও কাওরান বাজারের আড়তদাররাও তার উৎপাদিত সবজি নিয়ে যান। আবহাওয়া ভালো থাকলে এবং বাজারমূল্য ভালো পেলে লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
Be the first to comment on "মিরকাদিমে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে আশাবাদী কৃষক গিয়াসউদ্দিন"