স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন অনু্ষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শেখ আমিন ও সচিব পদে মো. আমির হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেনন। শনিবার বেলা ৩ টায় সিপাহিপাড়াস্থ। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মাঝে সহ-সভাপতি পদে সালমা পারভেজ , কোষাধ্যক্ষ পদে চৈতী দেবনাথ নির্বাচিত হন। এর আগে অনুষ্ঠানে প্রথম পর্বে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আলীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমিতির নেতৃবৃন্দ। পরে ২৯ জন গ্রাহককে নিয়মিত বিল প্রদান করায় আদর্শ গ্রাহকের পুরস্কার দেয়া হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন, সভাপতি শেখ আমিন ও সচিব আমির"