শিরোনাম

মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন হিমেল সভাপতি, রাইন সাধারণ সম্পাদক

 

স্টাফ রিপোর্টার:ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি শ্রীনগরের শেখ মো: হিমেল (রসায়ন বিভাগ, ফজলুল হক হল) এবং সাধারণ সম্পাদক সদরের এম. আলম রাইন (প্রাচ্যকলা বিভাগ, মুহসীন হল) কে ঘোষণা করা হয়।

বুধবার ২২’এ ফেব্রুয়ারি টিএসসিতে এক উৎসবমুখর আয়োজনের মাধ্যমে ঢাবিতে অবস্থিত মুন্সীগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আব্দুর রহমান জীবন, উপস্থিত ছিলেন টিএসসির সহকারী পরিচালক রফিকুল ইসলাম সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

মুন্সীগঞ্জ জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের যাবতীয় প্রয়োজন-সমস্যা, সুযোগ-সুবিধা ইত্যাদি নিয়ে সরাসরি কাজ করে সংগঠনটি। প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা ছাত্রকল্যাণ সমিতি একতাবদ্ধ একটি আবেগের সংগঠন হিসেবে সবার নিকট গৃহীত।

 

সভায় উপস্থিত জেলার সিনিয়র নেতৃবৃন্দ ক্যাম্পাসে তৎপরতা ও রাজনৈতিক, সামাজিক,-সাংস্কৃতিক বিভিন্ন সাংগঠনিক কার্যকরীতার উপর ভিত্তি করে সভাপতি-সাধারণ সম্পাদক’কে নির্বাচন করেন। কমিটির নবনির্বাচিত ‘সভাপতি’ হিমেল ঢাবির ফজলুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি, ‘সাধারণ সম্পাদক’ রাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ঢাবি চারুকলা অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদধারী বলে জানা গিয়েছে। এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া এসএম নাফিউর রহমান ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেও জানা গিয়েছে।

 

২২তারিখ সন্ধ্যায় কমিটির নবনির্বাচিত শীর্ষ নেতাদের নাম ঘোষণা করার পর জেলার সকল ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই আনন্দমুখর চঞ্চলতা সৃষ্টি হয়। দীর্ঘ চারবছর পর গঠিত এই কমিটি নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত ছিলেন। নবগঠিত কমিটির শীর্ষ ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, সকল ভেদাভেদ ভুলে তাঁদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য জেলার সকল ঢাবি শিক্ষার্থীকে নিয়ে ছাত্রকল্যাণ সমিতির প্ল্যাটফর্মে  একতাবদ্ধ ভাবে কাজ করে যাওয়া।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন হিমেল সভাপতি, রাইন সাধারণ সম্পাদক"

Leave a comment

Your email address will not be published.


*