নিজস্ব প্রতিনিধি: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও সহিংস রাজনীতির প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। সোমবার বিকালে শহরের সুপার মার্কেট চত্বরে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে সুপার মার্কেট চত্বর থেকে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি গোলাম মাওলা তপন, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামন বাবুল, এডভোকেট সবুজ আহমেদ, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সদর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ আইন সম্পাদক আপন দাস, মহিলা নেত্রী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিলের একাংণ
Be the first to comment on "মুন্সীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল"