স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার বিকাল ৫ টায় ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে ১৫ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম মিয়া।এতে জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতির সভাপতি এডভোকেট সুজন হায়দার জনি, কাউন্সিলর সোহেল রানা রানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, জেলা শিশু বিষয়ক শিশু কর্মকর্তা মো: হাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহীদউল্লাহ শহীদ, এড. আক্তারুজ্জামান, শেখ শরিফ মাহমুদ, গোবিন্দ্র মন্ডল,আওলাদ হোসেন,মো: আহসান হাবিব চঞ্চল, মো: রেজাউল করিম সুজন, অনন্যা রহমান,রাহুল ও আলমগীর হোসেন প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক মাহবুব আলম জয়। উদ্বোধনীতে লাল মোরগের জুটি চলচ্চিত্র পরিবেশন করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন"