স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা ২০২৩ -এ প্রতিভা প্রকাশ থেকে প্রকাশ হয়েছে কবি তাজুল নূরের কাব্যগ্রন্থ ছায়া ও শূন্যতা। ৬০১ নং স্টলে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। এর আগে কবি তাজুল নূরের একাধিক গ্রন্থ প্রকাশ হয়েছে। সে বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখছেন।
Be the first to comment on "বইমেলায় প্রকাশ হলো কবি তাজুল নূরের কাব্যগ্রন্থ ছায়া ও শূন্যতা"