স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে মুন্সীগঞ্জে র্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমনের আয়োজনে শুক্রবার বিকাল ৪ টায় সুপার মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে যুবরীগ নেতা-কর্মিদের অংশগ্রহণে একটি মিছিল শহরের সুপার মার্কেট চত্বর থেকে শুরু করে কাচারি চত্বর ঘুরে সুপার মার্কেট এসে শেষ হয়। পরে শান্তি সমাবেশ থেকে নেতা-কর্মিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমন। এতে অন্যদেরদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, যুবলীগ নেতা মাহমুদুল হাসান সাদী ভুঁইয়া, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. সালমান, আতাউর রহমান ফরিদ, ওয়াহিদুজ্জামান বাবুল,সোহরাব সরদাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে যুবলীগ নেতা আসাদুজ্জামান সুমনের নেতৃত্বে র্যালী ও শান্তি সমাবেশ"