স্টাফ রিপোর্টার :কবি যাকির সাইদের ৫৮তম জন্মদিন আজ বুধবার। ১৯৬৬ সালের এই দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময় থেকে
কবিতা লেখা শুরু হয়। সেই থেকে নিরলসভাবে লিখে যাচ্ছেন কবিতা, গান, ছড়া ও নাটক। তার প্রকাশিত গ্রন্থ ২১ টি। সম্পদনা করেছেন লিটল ম্যাগাজিন অ। বর্তমানে মুন্সীগঞ্জের দৈনিক সভ্যতার আলোর সাহিত্যপাতার সাহিত্যের আলো সম্পাদনা করছেন। তার উল্লেখ যোগ্য বইগুলি হলো নিজ ঘরে নির্বাসনে আছি, উড়ে যাও শব্দের পাখিরা, অন্তরতম, তোমার জন্য মানুষ আমি তোমার জন্য অবতার, পাপ যদি না করি প্রভু পুণ্যে আমার কী দরকার, আত্মতত্ত্ব দর্শন সময়, একশ প্রেমের কবিতা, যাকির সাইদ এর শ্রেষ্ঠ কবিতা। তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।
Be the first to comment on "কবি যাকির সাইদের জন্মদিন আজ"