শিরোনাম

বই মেলায় আসছে জুয়েল আহসান কামরুলের প্রশান্ত মহাসাগরের পাড়ে

 

মাহবুব আলম জয়: আসন্ন একুশে বইমেলায় মুন্সীগঞ্জ শ্রীনগরের সন্তান প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুল এর লেখা প্রশান্ত মহাসাগরের পাড়ে গ্রন্থ প্রকাশ হচ্ছে। প্রশান্ত মহাসাগরের পাড়ের দেশ জাপান ও জাপানিদের সাথে তার কাজে-কর্মের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা  বই এটি। এটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।  প্রচ্ছদ করেছেন রহমান আজাদ। এর আগে তার বেশকটি বই পাঠকমহলে আলোড়ন সৃষ্টি করে।

 

 

 

Be the first to comment on "বই মেলায় আসছে জুয়েল আহসান কামরুলের প্রশান্ত মহাসাগরের পাড়ে"

Leave a comment

Your email address will not be published.


*