মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় মুন্সীরহাটে পলক অটিজম স্কুলে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে গড়া সমাজ সেবামূলক সংগঠন ইন্ডেভার এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডেভারের প্রধান উপদেষ্টা ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক। এতে পলক অটিজম স্কুলের উপদেষ্টা মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোঃ কাওছার হোসেন, ইন্ডেভারের সভাপতি ও চরকেওয়ার ইউপি সচিব আতিকুল ইসলাম সুমিত,সম্প্রীতি সংগঠনের উপদেষ্টা মোঃ শওকত আলম, ইন্ডেভারের সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম, সহসভাপতি মেহেদি হাসান, শওকত আলী মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট, মো: নাদিম, কোষাধ্যক্ষ আশরাফুল আলম উজ্জ্বল সহ পলক অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ। এসময় বিশেষ চাহিদার কথা বিবেচনা করে ৬ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন অনুষ্ঠানে উপস্থিত হয়ে হুইল চেয়ার গ্রহণ করেন এবং বাকী ৩ জনের বাসায় হুইল চেয়ার পৌঁছে দেয়া হয়। ইন্ডেভারের সভাপতি আতিকুল ইসলাম সুমিত বলেন, ইন্ডেভার এর ২০২৩ সালের সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ৬জন বিশেষ চাহিদা সম্পন্ন লোককে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই মুন্সীগঞ্জের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষাউপকরণ বিতরণ এবং রমজানের পূর্বে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও পলক অটিজম স্কুলের নিজস্ব ভবনে থেরাপি রুমের সরঞ্জাম ক্রয় বাবদ এককালীন ৫০ হাজার টাকা প্রদানেরও অঙ্গীকার করা হয়। ইন্ডেভারের প্রধান উপদেষ্টা ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক বলেন ‘ইন্ডেভার’ প্রতিবছরই মানব সেবায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এসকল কর্মসূচিতে সবসময়ই ‘পলক অটিজম স্কুলকে’ অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। উল্লেখ্য ‘ইন্ডেভার’ সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে গড়া একটি মানব সেবামূলক সংগঠন যা, ২০১৪ সাল হতে মুন্সীগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেবামূলক কাজ করে আসছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পলক অটিজম স্কুলে ইন্ডেভারের ব্যতিক্রম উদ্যোগ"