আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে একটি গ্রাম ও পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রামটিতে এক কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ চলে আসছিল। আর পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে মাসে কয়েক লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিশ্বদ্রোন ভাটেরচর, বালিয়াকান্দি ও জামালদি এলাকায় একটানা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া বিশ্বদ্রোন ভাটেরচর নামের একটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে বালুয়াকান্দি এলাকার আল মদিনা হাইওয়ে রেস্টুরেন্ট, খাজা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্টার কাবাব হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্ট, জামালদী এলাকার দারুচিনি হোটেল ও একটি মার্বেল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাসের এ কর্মকর্তা আরও বলেন, গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গজারিয়ায় একটি অবৈধ গ্যাস সংযোগও রাখা হবে না।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।
আরাফাত রায়হান সাকিব/ এসআর / জিকেএস
Be the first to comment on "গজারিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন"