মাহবুব আলম জয়: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা জোনে সিরাজদিখানের মালখানগর কলেজ এথলেটিক এ গোলক নিক্ষেপে প্রথম স্থান অর্জন করেছে। মঙ্গলবার সকালে নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়ামে ঢাকা জোনের মোট ৫ টি জেলা অংশ গ্রহণ করেন।প্রতিষ্ঠানটির শিক্ষক মো: মামুন হোসেন জানান, আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা জোনে মালখানগর কলেজ এথলেটিক এ গোলক নিক্ষেপে প্রথম স্থান অর্জন করেছে।
আগামী ফেব্রুয়ারিতে ঢাকা বিভাগে এথলেটিকস খেলতে যাবে মালখানগর কলেজ।
Be the first to comment on "আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা জোনে প্রথম মালখানগর কলেজ"