শিরোনাম

মিরকাদিমে চেতনায় একাত্তরের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :  মিরকাদিমে চেতনায় একাত্তরের উদ্যোগে  বৃদ্ধ ও গৃহপরিচালিকাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে  রিকাবী বাজারে   এতে  চেতনায় একাত্তরের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সহসভাপতি সালাউদ্দিন মুন্সী ও পৌর নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, এলাকায় বসবাসরত যে সমস্ত দরিদ্র ভাড়াটিয়া, গৃহ পরিচালিকা, পাহারাদার, কর্মহীন মানুষ যারা প্রায় সময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিতরনকৃত সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হন, চেতনায় একাত্তরের পক্ষ থেকে ঈদ এবং বিভিন্ন দুর্যোগময় সময় সাধ্যমত তাদের সহায়তা প্রদান করা হয়। আগামিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

Be the first to comment on "মিরকাদিমে চেতনায় একাত্তরের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*