মিরকাদিমে ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের জরিমানা

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার রিকাবীবাজারে ব্যবসা-প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকালে রিকাবীবাজার ও মিরাপাড়া এলাকায় পৌর আইনে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। এসময় রিকাবী বাজারে মামনি কনফেকশনারী ও সনি ইলেকট্রনিক্স সহ  ছয়টি দোকানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ,পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো: শামসুল আলম ও পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো; আওলাদ হোসেন প্রমুখ। এসময় মোবাইল কোর্টের সার্বিক সহায়তা করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। এসময় মিরাপড়া এলাকায় খালের পাশে ড্রেন দখল করে ইট বালু রাখায় সতর্ক  হয়।

 

 

 

Be the first to comment on "মিরকাদিমে ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*