নিজস্ব প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে শনিবার বিকাল ৩ টায় মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।এতে সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোর্শেদা বেগম লিপি, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক রজতরেখা পত্রিকার উপ সম্পাদক মোঃ মামুনুর রশীদ খোকা, বিশিষ্ট শিশু সাহিত্যিক শাহানা সিরাজী, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, দৈনিক সংবাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, কবি অনু ইসলাম, কবি মেহেদী হাসান শাহবাৎ, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোঃ আলমগীর হোসেন স্বপন,সাংবাদিক রাজ মল্লিক, সাহিত্যিক ও সংগঠক রেজাউল ইসলাম, কবি আশরাফুল আলম সোহেল, মুন্সিগঞ্জ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক তোফাজ্জল হোসেন শিহাব, সংগঠক রিমা আক্তারসহ অন্যরা। এ সময় সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। যাদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় তারা হলেন- যাকির সাইদ, শিশির রহমান, মাসুদ অর্ণব ও অয়ন সাঈদ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে গুনিজন সম্মাননা ও আলোচনা সভা"