নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় অন্তর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার সময় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের তেলিরবিল পূর্বপাড়া মসজিদের পুকুরের উত্তর পাশে ডুবন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তথ্য সুত্রে জানা যায়, নিহত অন্তর (২০) বনিক্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।তারা পঞ্চসারের আদারিয়াতলা এলাকায় নানীবাড়িতে থাকতেন। অন্তরের মা সৌদি আরব প্রবাসী। অন্তরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মারামারি ও মাদকের একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার"