স্টাফ রিপোর্টার: মিরকাদিমে প্রবাসী ও দেশী মানব কল্যান সংস্থার উদ্যোগে সোমাবার দিবাগত গভীর রাতে ছিন্নমূল, নৈশপ্রহরী এবং রাস্তায় শুয়ে থাকা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রবাসী ও দেশী মানব কল্যাণ সংস্থার পরিচালক মো: আব্দুল্লাহ সোহেলের পরিচালনায় পৌর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে এ কম্বল বিতরণ করা হয়।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. অরুন,ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকন , মো: রনি,মো: রেজা,আক্তার হোসেন,মো: মোস্তাক , মো: অনিক ও শাকিল সহ অন্যরা।
Be the first to comment on "মিরকাদিমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ"