স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জ সদরের রামপালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ৯ টায় রামপাল কলেজ মাঠে এ খেলা অনু্ষ্ঠিত হয়। খেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রামপাল ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন, শরীর চর্চা শিক্ষক মোঃ মামুন হোসেন, মো: আব্বাস ভান্ডারী, মো: ওয়াসিম ঢালী, মো: ডালিম, মোহাম্মদ আলী, মো: রবীন শাহ নিঝু, মো: মোতালেব, মো: মোক্তার,মো: ফারুক, মো: আল আমিন, মাহবুব আলম জয়, মিজানুর রহমান শোভন,মো: পাপ্পু, মো: অনিক, মো: মৃদুল, মো: অভি,মো: ফাহিম, মো: আফ্রিদি, মো: সিজান, ও আপন সহ অন্যরা।
Be the first to comment on "রামপালে নতুন বছর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ"