স্টাফ রিপোর্টার: রামপালে পানাম-জোড়ারদেউল যুব সমাজের উদ্যোগে শীতকালীন নাক্কু ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পানাম স্কুল মাঠে খেলায় পানাম সুপার ব্রাদার্সকে হারিয়ে আব্দুল্লাহপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ অনিক ইসলাম ডিলন। প্রধান অতিথির বক্তব্যে অনিক ইসলাম ডিলন বলেন, খেলাধুলা হচ্ছে যুবসমাজের শক্তি। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। ইতিবাচক ভাবে এগিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মাঈনউদ্দিন পুস্তি, সমাজ সেবক আতাউর রহমান নিরব খান, সমাজ সেবক মোঃ মনির হোসেন শেখ,ব্যাংক কর্মকর্তা শরিফ হোসেন সবুজ,
সমাজ সেবক আলী আজগর শনি, মনির হোসেন মন্ডল,কবির মোল্লা,সাইফ আলী ও আশরাফ জাকির রনি ও মিঠু মাদবর সহ অন্যরা। । পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলককে পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন মো: সজিব, মো: সাদ্দাম হোসেন, মো: রাইসুল, সাদাফ ইসলাম রোহান,তৌহিক,মাহমুদুল প্রমুখ। এ টুর্নামেন্ট মোট ৩২ টিম অংশ গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো: অনিক ইসলাম ডিলন।
Be the first to comment on "খেলাধুলা যুব সমাজের শক্তি।।মো: অনিক ইসলাম"