মাহবুব আলম জয়: রামপাল এমবিএম উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সিরাজদিখানের ঢালী এ্যাম্বার্সে এ মিলন মেলা,স্মৃতিচারণ ও, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯০ ব্যাচের এ অনুষ্ঠান আয়োজক মো: হোসেন পলাশ,মোহাম্মদ ইসলাম হাওলাদার, মো: জামাল হোসেন, কামাল হোসেন,মো: শাহাবউদ্দিন ঢ়াড়ী, ইসমাইল হোসেন বিপ্লব, আল মামুন পাঠান, হারুন রশিদ দুলাল, নাইমুল ইসলাম নাহিদ, সিরাজুল ইসলাম সিরাজ, সান্তা আক্তার, মাসুদ হানজালা,কাজী ফুলন, তাসলিমা জাহান শিমু, আল্পনা বুলবুলি, মাসুদা আক্তার, শাহনাজ বেগম, রেহেনা পারভীন, আফরোজা ফাতেমা,ইকরাম হোসেন, কমল হাসান, মুন্না,শামীম,সালাউদ্দিন, কাদির চৌধুরী,প্রাক্তনছাত্র আ: রাজ্জাক ও গাজী লিটন সহ অন্যরা।
এতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে এতে অংশ নেয়। এসময় ৯০ ব্যাচের ছাত্রদের পরিবারের ৭ সন্তান জিপিএ-৫ পাওয়ায় সংবর্ধনা দেয়া হয় । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। এতে সার্বিক পৃষ্ঠপোষ্কতা করেছেন জাপান বাংলাদেশ ফাউন্ডেশন।
Be the first to comment on "রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা"