স্টাফ রিপোর্টার: মিরকাদিমের রিকাবি বাজারে চেতনায় একাত্তর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে আলহাজ্ব জুলহাস মিয়া ট্রাষ্টের উদ্যোগে মিরকাদিম পৌর নাগরিক কমিটির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
একে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে কামরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী সহ অন্যরা। এতে মিরকাদিম পৌরসভার সকল এলাকার পাহারাদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Be the first to comment on "মিরকাদিমে জুলহাস মিয়া ট্রাষ্টের শীতবস্ত্র বিতরণ"