স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে নবেম্বর মাসে শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার হিসবে পুরস্কার পেয়েছে সদর ট্রাফিকের সার্জেন্ট মোঃ কামরুজ্জামান। বুধবার সকালে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কারের সনদ ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএমপপিএম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Be the first to comment on "শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার পুরস্কার পেয়েছে সার্জেন্ট মোঃ কামরুজ্জামান"