স্টাফ রিপোর্টার :রামপালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে বিশেষ উঠান বৈঠক হয়েছে। বুধবার সকালে পানাম এলাকায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক প্রসব সেবা , প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবার বিষয়ে অবহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আল আমিন শেখ , পরিবার কল্যাণ সহকারী কল্পনা বেগম সহ অন্যারা।
Be the first to comment on "রামপালে স্বাস্থ্য সেবা বিষয়ক উঠান বৈঠক"