স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে বিরহী মাল্টিমিডিয়ার উদ্যোগে পঞ্চসারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকালে ভট্টাচার্যেরবাগ সরকারী প্রাধমিক বিদ্যালয়ে বিরহী মাল্টিমিডিয়ার চেয়ারম্যান বিরহী মোক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি যাকির সাইদ, লেখক গোলাম আশরাফ খান উজ্জ্বল, ভট্টাচার্যেরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সারপিন ঢালী, জেলা কৃষকলীগের সদস্য মো: বাদশা মিয়া, সংগীত শিল্পী নাজির ঢালী,মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতি জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম জয়, থিয়েটার সার্কেলের সাধারণ সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, কবি আস্রাফুল আলম সোহেল, মো: ইউসুফ শেখ ও শিল্পী বিপ্লব পরদেশী সহ অন্যরা। আলোচনা শেষে বিরোহী মাল্টিমিডিয়ার শিল্পীবৃন্দ সংগীতানুষ্ঠান পরিবেশন করে।
Be the first to comment on "পঞ্চসারে বিজয় দিবস উপলক্ষে বিরোহী মাল্টিমিডিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান"