স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ৬ দিনব্যপী সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে নৃত্য, সংগীত ও মাইমোড্রামা অনুষ্ঠান হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সঞ্চারী সংগীত নিকেতন, সেতু বন্ধন শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট,তাল তরঙ্গ, সিকদার একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।এছাড়াও থিয়েটার সার্কেলে কোরিওগ্রাফী দর্শক নন্দিত হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির সহ জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মিরা উপস্থিত ছিলেন
এসময় শহীদ মিনারে প্রাঙ্গণে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন। টঙ্গীবাড়ি সাংস্কৃতিক জোটের নেতা নবীন কুমার রায় বলেন,জেলা প্রশাসন আয়োজিত ও মুন্সীগঞ্জ সাংস্কৃতিক জোট পরিবেশিত বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে টঙ্গীবাড়ি সাংস্কৃতিক জোটের শিল্পীরা খুব খুশি। জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বেগমান করে মহান বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে হবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মুখরিত সাংস্কৃতিক উৎসব"