শিরোনাম

পঞ্চসারে বিদ্যানিকেতন আদর্শ স্কুলে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের সদরের পঞ্চসারে বিদ্যানিকেতন আর্দশ স্কুলে  হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব। দূর-দূরান্তের মানুষ ছুটে আসে বিক্রমপুর- মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনে।

পৌষের  কনকনে শীতে গরম গরম ভাপা, চিতই, পাটিসাপটাসহ নানা রকম পিঠার স্বাদ নিতে স্কুলের শিক্ষার্থী,অভিভাবক শিক্ষক ও পঞ্চসারের বিভিন্ন জায়গার মানুষের  ভিড় দেখা যায়। মুন্সীগঞ্জের পিঠার ঐতিহ্য ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। বুধবার সকাল সাড়ে ১০ টায় স্কুল মাঠে  এ পিঠা উৎসবে ৭ টি স্টলে   গ্রামবাংলার জনপ্রিয় হরেক রকমের বাহারি পিঠা প্রদর্শিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির উপদেস্টা ব্যাংক কর্মকর্তা মো. কামাল আশরাফ। পিঠা উৎসবের উদ্বোধক করেন সমাজ সেবক জামালউদ্দিন মোল্লা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়েটির পরিচালক আলমগীর কবির, প্রধান শিক্ষক এস এম ফাহিম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সভাপতি কেএম সাইফুল্লাহ ভূঁইয়া,  সমাজ সেবক মো: মুক্তার হোসেন , ব্যাংকার মো: আল আমিন , লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয় প্রমুখ।

 

Be the first to comment on "পঞ্চসারে বিদ্যানিকেতন আদর্শ স্কুলে পিঠা উৎসব"

Leave a comment

Your email address will not be published.


*