স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে মাদুর বই উপহার সপ্তাহের উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বই উপহার সপ্তাহ কর্মসূচির উদ্বোধন বিশিষ্ট চিত্রশিল্পী আবুল খায়ের। এতে ছোট কাগজ মাদুরের সম্পাদক কবি মাসুদ অর্ণবের সভাপতিত্বে ও কবি অনু ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান, কবি যাকির সাঈদ, লেখক সফিকুল ইসলাম, প্রাবন্ধিক কাজী মুহম্মদ আশরাফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, কবি তাহের মাহমুদ, কবি কানন ইয়াসিন, কবি অরন্য মনির, সাংবাদিক মাসুদ রানা, জুয়েল হাসান,নাজির হোসেন, ফারমার জন,জুনায়েদ হোসেন, লেখক মাহবুব আলম জয় ও কবি আশরাফুল আলম সোহেল প্রমুখ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ও এ বই উপহার সপ্তাহ চলবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মাদুর বই উপহার সপ্তাহের উদ্বোধন"