বেকার কে?
বেকার মানুষ খুঁজি আমি
সকাল, বিকাল ও রাতে
বেকার মানুষ খুঁজি আমি
সন্ধ্যা কিংবা প্রভাতে,
বেকার মানুষ খুঁজি আমি
পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণে
বেকার মানুষ খুঁজি আমি
পৃথিবীর দশ দিগন্তে,
কোথাও খুঁজে বেকার পাই না
দেখি সবাই ব্যস্ত কাজে,
হোক না তা ভালো কাজ
হোক না তা বাজে।
কেউ করছে নিজের কাজ
কেউ করছে এর বাইরে
কাজ ছাড়া একটি মানুষ
এখন আর নাইরে
কেউ করছে সমালোচনা,
কেউ সমাজসেবা,
কেউ করছে পরচর্চা,
বেকার আছে কেবা?
বেকার মানুষ খুঁজি আমি
পাই না খুঁজে বেকার,
বেকার এখন রুপ নিয়েছে
ব্যস্ত ইবলিশের আকার।
Be the first to comment on "জিয়াউর রহমান জীবনের একটি কবিতা"