স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লার আজ দশম মৃত্যুবার্ষিকী। তিনি রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন।
একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে রামপালে ব্যাপক সমাজ সেবামূলক কর্মকান্ড করেন প্রয়াত রাজনীতিক ও ব্যবসায়ী হাবিবুর রহমান মোল্লা। রাজনীতির মাঠে আজও নেতাকর্মীরা তাকে স্মরণ করেন। সততা,সুনাম ও দক্ষ রাজনীতিক হিসেবে ছিল আলাদা পরিচিতি।
তার বড় পুত্র মো. অনিক ইসলাম জানান, আমার বাবা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও বৃক্ষরোপন কর্মসূচি সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।

রামপাল ইউনিয়ন আ. লীগেরর প্রয়াত সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা। ছবি : সংগৃহীত।
Be the first to comment on "আ. লীগ নেতা মো. হাবিবুর রহমান মোল্লার মৃত্যুবার্ষিকী আজ"