স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৫ বছর যাবৎ মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা আলোর প্রতিভার নেতৃবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সুমন দেব,মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক লেখক মাহবুব আলম জয়, আলোর প্রতিভার সভাপতি আবদুর রহমান নাঈম, কবি মেহেদি হাসান হিমেল সহ অন্যরা।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম’কে শুভেচ্ছা স্মারক হিসেবে লেখক মাহবুব আলম জয়ের লেখা হে নবী তোমাকে ভালবাসি, মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা, মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং গ্রন্থ প্রদান করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পুলিশ সুপারের সাথে সাহিত্য পত্রিকা আলোর প্রতিভা’র নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত"