স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্ধিত কমিটিতে সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিরকাদিমের এম. আলম রাইন। এর দুদিন আগে বাংলাদেশ ছাত্রলীগ চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পুর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয় । রাইন মুন্সীগঞ্জ সদর থানার রামপাল কলেজের সাবেক ছাত্র ২০১৭-১৮ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ক্যাম্পাসে শিক্ষা-শান্তি-প্রগতির ধারায় রাজনীতি করে অনার্স দ্বিতীয় বর্ষে ২০১৯ সালের পুর্ণাঙ্গ কমিটিতে তিনি চারুকলা অনুষদ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পদে পদায়ন হয়েছিলেন। তারই ক্রমধারায় পরবর্তীতে সে একই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্ধিত কমিটিতে সহ-সম্পাদক পদ লাভ করে।
রাইন এ পদ লাভ করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর শুভাকাঙ্খিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এম. আলম রাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব পদপ্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
Be the first to comment on "ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন মিরকাদিমের রাইন"